প্রথম ইমামের জন্ম কাহিনী

0 332

আবু তালিবের নীড়ে

ফাতিমা আসাদের উদরে

এসেছেন এক নূর৷

যার সহযোগীতায়

আল্লাহর ঘর কাবায়

নিয়োজিত কত হুর৷৷

***

প্রসব বেদনায়

অস্থির অসহায়

তুলেছে দুহাত মাতা৷

হে পরওয়ারদেগার

খুলে দাও কোন দ্বার

মুক্তি দাও হে দাতা৷৷

***

কালবিলম্ব না করে

দেওয়ালগুলো গেল সরে

প্রবেশ করলো জননী৷

আকাশে ফেরেশতারা

আনন্দে আত্মহারা

গর্বিত আজ ধরণী৷৷

***

জন্মের পরে

আছেন নতশিরে

হয়ে সিজদায় রত৷

বিশ্বের কোনখানে

জ্বীন কিংবা ইনসানে

নেই উপমা তার মত৷৷

***

শতচেষ্টা করে

পারলো না ঠুকতে ঘরে

আরবের জনগণ৷

রাসূল (সাঃ) যখন এলো

দরজা খুলে গেল

আলীকে দিলেন চুম্বন৷৷

***

জ্ঞান নগরীর কোলে

জ্ঞানের ত্বোরণ দোলে

এ যেন বিস্মিত মিলন৷

বুদ্ধিদীপ্ত চেহারা

নূরের তাজাল্লী দিয়ে গড়া

দৃষ্টিতে বিচক্ষণ৷৷

***

জননী তার

নাম রাখলো হায়দার

রাসূল (সাঃ) রাখলো আলী৷

দিনে দিনে হায়দার

বড় হলেন তর তর

হলেন শক্তিশালী৷৷

***

গর্বিত পিতা

গর্বিত মাতা

আলীকে জন্ম দিয়ে৷

গর্বিত মোরা

জ্বীন ইনসানেরা

ইমাম হিসেবে পেয়ে৷৷

***

Leave A Reply

Your email address will not be published.