হযরত ফাতিমার (সা.) মহিমা

0 359

ফাতিমা! ফাতিমা!! হে ফাতিমা!!!

নিঃশেষ হয় না কভূ তোমার মহিমা

আপনারে নিয়ে ভাবি যত

ভাবনার দ্বার খুলে যায় তত

অবশেষে ব্যর্থ হয়ে

ফিরে আসি আপন হৃদয়ে

জাহরা! জাহরা!! হে জাহরা!!!

আপনাকে কষ্ট দেয় যারা

নিশ্চয়ই দোযখে যাবে তারা

আপনার প্রেমে হবে যে ধন্য

জান্নাত তো কেবল তারই কাম্য

বাতুল! বাতুল!! হে বাতুল!!!

আপনিই তো সম্রাজ্ঞী এ কূল ওকূল

আপনার খুশিই রাসূলের খুশি

খুশি স্বয়ং আল্লাহ

এমন কেউ নেই দুনিয়ায়

দেবে যে পাল্লা।।

কাউসার! কাউসার!! হে কাউসার!!!

আপনার আগমনে দূর হল আবতার

অন্ধকার যুগে নবীকে যখন

দিতেছিল অপবাদ

আপনার কারণে কুসংস্কার যত

হয়ে গেল অবসাদ।।

তাহিরা! তাহিরা!! হে তাহিরা!!!

আপনার দ্বারেই আহার্য্য পায় অনাহারী ব্যক্তিরা

খাবার নিতে ফেরেশতাদের পাঠিয়ে দেন আল্লাহ

প্রতিদানহীন করিয়া দান চায় ওয়াজহিল্লাহ

বিধর্মীরা দাওয়াত দিয়ে করতে চাইল অপমান

আল্লাহ আপনায় পোষাক দিয়ে রক্ষা করলেন সম্মান

ক্ষুদ্র জ্ঞানে ক্ষীণ সময়ে

শেষ হবে না আপনার শান

দুনিয়াতেও সম্মানিতা আপনি

আখিরাতেও মহীয়ান

Leave A Reply

Your email address will not be published.