মহানবীর (সা.) জন্ম

0 330

দয়াময় করুণাধার

আল্লাহর নামেই শুরু

যিনি হচ্ছেন মহাবিশ্বের

মহা গুরুর গুরু।।

সৃষ্টির মধ্যে পঞ্চমানব

হলেন উত্তম অনন্য

তাদের তরে পড়তে দরুদ

করবো না কেউ কার্পণ্য।।

পবিত্র ভূমিতে পবিত্র দিনে

এলেন মোদের রাসূল

তাইত আজি ধরণীর বুকে

হইয়াছে সব ব্যাকুল।।

জন্মের পরে আমেনার ঘর

হইল আলোকিত

তাকিয়ে দেখেন রাসূল মোদের

আছেন সিজদায় রত।।

মোজেজা নিয়ে এসেছেন তিনি

এই দুনিয়ার পরে

 সেই জন্যেই অগ্নিকুন্ড

পড়িয়াছিল ঝরে।।

জলে ভরা দড়িয়াগুলি

গেল সেদিন শুকে

কম্পন সৃষ্টি করলো গিয়ে

উচ্চ প্রাসাদের বুকে।।

জন্মের আগে হারালেন পিতা

জন্মের পরে মাতা

বালক বয়সে হারালেন দাদা

দায়িত্ব নিলেন চাচা।।

আচরণে তিনি সবার সেরা

চেহারায় নূরের জ্যোতি

বাল্যকালে আল-আমিন হলেন

হলেন বিচার পতি।।

ব্যবসার কাজে চাচার সাথে

গেলেন শাম দেশে

ভবিষ্য বাণী করলো পাদ্রী

রাসূল হবেন শেষে।।

চল্লিশ বছর বয়সে তিনি

ঘোষণা দিলেন রেসালাত

মক্কা নগরীর মূর্খ জনতা

পাগল বলে তাঁকে করেছে আঘাত।।

কোরাঈশগণের চল্লিশজনকে

করলেন তিনি দাওয়াত

খাওয়া শেষে সবার কাছে

চাহিলেন তিনি বাইয়াত।।

যাদুকর ভেবে সবাই যখন

যেতে চাইলেন ফিরে

ছোট্ট বালক আলী তখন

দাঁড়ালেন হাত নেড়ে।।

বলিলেন রাসূল আজ থেকে আমার

আলীই হলেন ওসী

তাকেই সবাই মান্য কর

হে জগতবাসী।।

তাইতো মোরা রাসূলের পরে

আলীকেই মান্যকরি

থাকুক না কেন কাহাফার পুত্র

আর থাকুক পার্থক্যকারী।।

       এম, এ রহমান

Leave A Reply

Your email address will not be published.