Home ইতিহাস রুহুল্লাহর জন্ম

রুহুল্লাহর জন্ম

297
0
SHARE

আজকের এই দিনে

মরুর উদ্যানে

এসেছেন এক বীর।

যাকে দেখার তরে

ইরানের ঘরে ঘরে

সকলেই অস্থির।।

 ফুটফুটে চেহারা

বুদ্ধিদ্বীপ্ত ভরা

আদর্শের মহা নজীর।

ইরানের মাটিতে

মৃত প্রায় দেহতে

রুহ এসে হাজির।।

 

 রুহানী পরিবেশে

তমাচ্ছন্ন দেশে

বেড়ে উঠেন তিনি।

জ্বালাময়ী ভাষণে

জনগণের মনে-প্রাণে

জাগলো চেতনা দ্বীনি।।

 শুনে দ্বীনের ডাক

দিল সবাই হাক

আল্লাহু আকবার বলি।

কাপিলো শহর

কাপিলো বন্দর

কাপিলো প্রাসাদগুলি।।

 শাহ তখন ভয়ে

নিরুপায় হয়ে

নির্দেশ দিল বন্দির।

সাথে সাথে তারে

পাঠালো কারাগারে

নিশ্বাস ফেললো স্বস্তির।।

 ইমামের ভক্ত

দিতে প্রস্তুত রক্ত

চায় ইমামের মুক্তি।

শাহ তখন নিরুপায়

জনগণের একনিষ্ঠতায়

দিল ইমামের মুক্তি।।

 বিপ্লবী আগুন

বেড়ে হল দ্বিগুন

বাড়লো জনতার ভীড়।

ধীরে ধীরে সেথায়

গড়ে উঠলো ধরায়

ইসলামী একটি নীড়।।
Share

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here