আল্লাহর রহমতের আলামতসমুহ

0 288

 মনে রেখ, যিনি আসমান ও ভূপৃষ্ঠের সম্পদ সমূহের মালিক তিনি তোমাকে তাঁর কাছে প্রার্থনা করার অনুমতি দিয়েছেন এবং তোমার প্রার্থনা কবুল করার প্রতিশ্রুতি দিয়েছেনতিনি তোমাকে আদেশ দিয়েছেন তাঁর কাছে যাচনা করতে যাতে তিনি তোমাকে দিতে পারেন এবং তাঁর দয়া ভিক্ষা করতে যাতে তিনি তোমার ওপর তাঁর রহমত বর্ষণ করতে পারেনতোমার আর তাঁর মধ্যে তিনি কোন কিছু রাখেন নি যাতে তাঁর ও তোমার মধ্যে ব্যবধান বা অন্তরাল হতে পারেতোমার ও তাঁর মধ্যে কোন মধ্যস্থতাকারীর প্রয়োজন তিনি রাখেন নি এবং যদি তুমি কোন ভুল কর তিনি তওবা করার পথ তোমার জন্য রুদ্ধ করে দেন নিতিনি তোমাকে শাস্তি প্রদানে তাড়াহুড়া করেন নাতিনি তওবা করে প্রত্যাবর্তন করাকে নেতিবাচক দৃষ্টিতে দেখেন না

এবং যেখানে তোমাকে অপদস্থ করা যথার্থ হয়ে পড়ে তখন তিনি অপদস্থ করেন না এবং তওবা কবুল করতে কখনো তিনি কঠিন শর্তারোপ করেন নিতোমার পাপকর্মের জন্য জরুরী আদালতে নিয়ে শাস্তির ব্যবস্থা করেন নিতাঁর দয়া থেকে তিনি কখনো তোমাকে নিরাশ করেন নি

বরং পাপকর্ম থেকে ফিরে আসাকে তিনি পূণ্য হিসাবে গ্রহণ করেনতোমার একটা পাপকে একটা হিসাব করেন; অপরপক্ষে একটা পূণ্যকে দশটা হিসাবে গণনা করেনতিনি তোমার [ফিরে আসার] জন্য তওবার দরজা খোলা রেখেছেনকাজেই যখনই তুমি তাঁকে ডাক তিনি তোমার ডাক শুনতে পান এবং যা তুমি মনে মনে বলো তিনি তাও শুনতে পানতুমি তাঁর সম্মুখে তোমার অভাবকে ব্যক্ত কর, তোমার অন্তরের সকল কথা তাঁর কাছে প্রকাশ কর, তোমার দুঃখদূর্দশার কথা তাঁর কাছে বলোযাতে তোমার দুঃখকষ্ট তিনি লাঘব করে দিবেন এবং সমস্যাসমূহ সমাধানে সাহায্য করবেন

Leave A Reply

Your email address will not be published.