নৈতিক মুল্যবোধ

0 343

 হে আমার সন্তান! জেনে রাখো, জীবিকা দুপ্রকারএক প্রকার জীবিকা যা তুমি অনুসন্ধান কর এবং অন্যপ্রকার জীবিকা যা তোমাকে অনুসন্ধান করে শেষোক্তটা এমন যে, যদি তুমি তার কাছে পৌঁছাতে না পার তবে তা তোমার কাছে পৌঁছবে প্রয়োজনের সময় কাকুতিমিনতি আর সম্পদ পেলে কঠোর হওয়া কতই না মন্দ ! এ দুনিয়া থেকে তোমার শুধু সেটুকু পাওয়া উচিত যা দিয়ে তুমি তোমার স্থায়ী আবাস পরকালকে সাজাতে পার; যা তোমার হাত ছাড়া হয়ে গেছে তার জন্য যদি তুমি দুঃখিত হও তাহলে যাকিছু এখনো তোমার কাছেই আসে নি তার জন্য উদ্বিগ্ন থাক

 যাকিছু পূর্বে (ঘটে গেছে) তুমি দেখেছো এবং শুনেছো তা দ্বারা যা এখনো ঘটেনি এ দুটো পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করো, কারণ জীবনের ঘটনাপ্রবাহ প্রায় একই রকম তুমি তাদের মত হয়ো না যাদের উপদেশ কোন উপকারে আসে না; ঠকা ব্যতীত কেননা, বুদ্ধিমান মানুষ উপদেশ ও আচরণের দ্বারা শিক্ষা গ্রহণ করে থাকে; আর পশুরা আঘাত প্রাপ্ত হওয়ার পর আত্মবিশ্বাস ও ধৈর্যের দৃঢ়তা দ্বারা উদ্বিগ্নতা ও অস্থিরতার আক্রমণ থেকে নিজকে দূরে রাখ যে মধ্যমপন্থা পরিহার করে সে সত্যপথ থেকে বিচ্যুত হয়

 বন্ধু ও সহচর আত্মীয়ের মতো সে ব্যক্তিই বন্ধু যার অনুপস্থিতি বন্ধুত্বের প্রমাণ করে কামনাবাসনা (খায়েশ) দুঃখের অংশীদার অনেক সময় নিকটবর্তীগণ দূরবর্তীগণ অপেক্ষা অনেক দূরের হয়ে পড়ে আবার দূরবর্তী নিকটবর্তী অপেক্ষাও নিকটতর হয়ে থাকে সেই ব্যক্তি আগন্তুক যার কোন বন্ধু নেই যে ব্যক্তি অধিকার লঙ্ঘন করে সে নিজের পথ সংকীর্ণ করে যে ব্যক্তি নিজের অবস্থা ও অবস্থান সম্পর্কে জ্ঞাত থাকবে তার মর্যাদা অক্ষুন্ন থাকবে তোমার ও মহিমান্বিত আল্লাহর মাঝে যে সম্পর্ক রয়েছে তা আকড়ে ধরার জন্য সর্বাপেক্ষা বিশ্বাসযোগ্য ও দৃঢ় মাধ্যম

 যেব্যক্তি তোমার কাজের প্রতি উদাসীন সে তোমার শত্রু যেখানে লোভ ধ্বংসের দিকে নিয়ে যায় সেখানে বঞ্চনা হয় অর্জন প্রত্যেকটি ত্রুটিবিচ্যুতি পুনরীক্ষণ করা যায় না এবং সকল সুযোগসুবিধা হাতে আসে না অনেক সময় চক্ষুস্মান লোকও পথ হারায়ে ফেলে আবার অন্ধলোক তার লক্ষ্যে উপনীত হতে পারে মন্দ কাজে সর্বদা বিলম্ব করো কারণ তোমার ইচ্ছানুযায়ী যে কোন সময় তুমি তা দ্রুতগতিতে করতে পারবে বোকা লোকদের সাথে সম্পর্কচ্ছেদ করা মানে জ্ঞানীদের সাথে সংযুক্ত হওয়া

 যে কেউ দুনিয়ার প্রতারণাকে বিশ্বাস করবে তার সাথে দুনিয়া বিশ্বাসঘাতকতা করবে আর যে এই পতনশীল দুনিয়াকে মহ মনে করবে সে দুনিয়া দ্বারা অবনমিত হবে যারা তীর ছোঁড়ে তাদের সকলেই লক্ষ্যভেদ করতে পারে না যখন কর্তৃত্ব বদল হয় তখন যুগের অবস্থারও বদল হয়ে যায়  যাত্রার পূর্বে সহযাত্রীর কাছে জিজ্ঞাসা করে নিয়ো এবং বাড়ি ক্রয়ের আগে প্রতিবেশীদের সম্পর্কে জানো সাবধান,  মূল্যহীন ও হাস্যকর কথা পরিহার করো [তোমার বক্তব্যে এমন কিছু বলো না যাতে অন্যরা উপহাস করবে]; এমন কি তা যদি অন্য কারো বক্তব্য বর্ণনাও হয়

Leave A Reply

Your email address will not be published.